বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমান ও আওয়ামী লীগ নেতা শাহ নিজামসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আদালতের নির্দেশে বুধবার (৫ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি ও দেশীয় অস্ত্রের হামলার ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী নাফসিন আহমেদ জিসান (১৯) আহত হন।
পরবর্তীতে আহত জিসান চলতি বছরের ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন এবং সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রেকর্ডের নির্দেশনা দেন।
পুলিশ জানায়, মামলায় ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বলেন, “আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। বাদী জিসান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআর
মন্তব্য করুন: