[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩৫ প্রত্যাশীদের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৮:৪৭ পিএম

পুলিশ ও আন্দোলনকারীর সংঘর্ষ

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবন যমুনায় প্রবেশ করেছেন আন্দোলনরতদের একটি প্রতিনিধিদল।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে তারা যমুনায় প্রবেশ করেন।

প্রতিনিধিদলের এক সদস্য জানিয়েছেন, সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমে কথা বলবেন তারা।

এর আগে দুপুর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশীরা।

এ সময় তাদের ছত্রভঙ্গ করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না করে তারা  কর্মসূচি বন্ধ করবেন না বলে ঘোষণা দেন।

এদিকে সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে সুপারিশ দিতে সরকার কমিটি গঠন করেছে।

আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে পরামর্শ দিতে বলা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর