[email protected] শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২

বাসাবাড়িতে এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫ ৭:০৯ এএম

গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমলেও

 


সাম্প্রতিক সময়ে সংক্রমণ বাড়তে থাকায় জরুরি সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নগর ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান। সভায় স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, মশার ওষুধের কার্যকর প্রয়োগ এবং বাসাবাড়িতে এডিস মশার লার্ভা তদারকিতে প্রশাসন সরাসরি মাঠে কাজ করবে। পাশাপাশি, প্রতিটি ওয়ার্ডে স্থানীয় নাগরিকদের অন্তর্ভুক্ত করে একটি তদারকি টিম গঠনের ঘোষণা দেওয়া হয়। এই টিম ওষুধ প্রয়োগের সময়সূচি নির্ধারণ ও বাস্তবায়ন তদারকি করবে।

বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও নাগরিকদের সম্পৃক্ত করে এলাকাভিত্তিক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া আক্রান্তের হার বিবেচনায় হটস্পট এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।

প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, “এডিস মশা দমনে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। মাঠ পর্যায়ে হঠাৎ মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হবে।”

তিনি আরও বলেন, “মশা নিয়ন্ত্রণে শুধু ওষুধ নয়, নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা সবচেয়ে জরুরি।”

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সংবাদপত্র, টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চলছে। একই সঙ্গে এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমও নতুনভাবে শুরু হবে।

সভায় ডেঙ্গু সন্দেহ হলে নাগরিকদের ডিএসসির তিনটি হাসপাতাল—ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং নাজিরা বাজার মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ডিএসসিসি এলাকার ডেঙ্গু সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর