বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ফলাফল প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ অক্টোবর ২০২৫ তারিখের সংশোধিত বিধি অনুযায়ী সরকার নির্ধারিত পদ্ধতিতে তথ্য যাচাই শেষে দেখা গেছে, ৪৪তম বিসিএসের মূল ফলাফলে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে জানিয়েছেন যে, তারা বর্তমানে কর্মরত একই ক্যাডার পদে বা তার নিচের পছন্দক্রমে যোগদান করতে ইচ্ছুক নন।
বিধি অনুযায়ী, এ কারণে ২৬০ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ থেকে বিরত থাকা হয়েছে। তবে ৪৩ জন প্রার্থীকে তাঁদের কর্মরত পদের চেয়ে পছন্দক্রম অনুযায়ী উঁচু ক্যাডারে সাময়িক মনোনয়ন দেওয়া হয়েছে। শূন্য পদ পূরণের লক্ষ্যে মেধাক্রম অনুসারে আরও ২৫৭ জন নতুন প্রার্থীকে মনোনীত করা হয়েছে। এতে মোট ১১৩ জন প্রার্থীর পূর্বের ক্যাডার পরিবর্তিত হয়ে তাঁরা উচ্চতর পছন্দক্রমের পদে মনোনয়ন পেয়েছেন।
এছাড়া বিএড বা এমএড সনদ না থাকায় প্রভাষক (টিচার্স ট্রেনিং কলেজ) ক্যাডারে পূর্বে মনোনয়নপ্রাপ্ত পাঁচ প্রার্থীর (রেজি. নং ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮, ১৩০০৫৮৬৯) মনোনয়ন বাতিল করা হয়েছে।
নতুন মনোনয়নসহ সম্পূরক ফলাফলে দেখা যায়, ৪৪তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০টি শূন্য পদের বিপরীতে ১,৬৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: