[email protected] বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

২০২৬ সালে সরকারি ছুটি বেড়ে ২৮ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ৬:২০ পিএম

সংগৃহীত ছবি

আগামী ২০২৬ সালে সরকারি ছুটির সংখ্যা বেড়েছে।

নতুন  বছরে মোট ছুটি থাকবে ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) হওয়ায় প্রকৃত সরকারি ছুটি হবে ১৯ দিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, “২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বছরটিতে সাধারণ ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটির সংখ্যা মোট ২৮টি।”

গত বছর (২০২৫ সালের জন্য) অনুমোদিত ছুটির তালিকায় মোট ছুটি ছিল ২৬ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ছিল ১২ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সেই সময় নয়টি ছুটি সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি কম ছিল।

চলতি বছরের তুলনায় ২০২৬ সালে সরকারি ছুটি দু’দিন বেড়েছে। তবে আগের মতোই বেশ কয়েকটি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় বাস্তবে কর্মদিবসের ছুটি কিছুটা কম থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর