[email protected] বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্রের তালিকা তলব ইসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ১০:৩৪ এএম

নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে।

কমিশন জেলা নির্বাচন অফিসারদের নির্দেশ দিয়েছে যে, সিসি ক্যামেরা সংযুক্ত ভোটকেন্দ্রগুলোর বিস্তারিত তালিকা প্রস্তুত করে দ্রুত পাঠাতে হবে।

বুধবার, ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারদের আগামী ১২ নভেম্বরের মধ্যে তালিকাটি সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ‘নির্বাচন সহায়তা-১’ শাখায় জমা দিতে হবে। তালিকার হার্ডকপি এবং নির্দিষ্ট ফন্টে সফটকপি উভয়ই দেওয়ার নির্দেশনা রয়েছে।

ইসি জানিয়েছে, সিসি ক্যামেরা ব্যবহার প্রক্রিয়াকে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতে এবং যেকোনো অনিয়ম দ্রুত পর্যবেক্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তালিকা পাওয়ার পর তারা ভোটকেন্দ্রগুলোর সিসি ক্যামেরার সার্বিক অবস্থা যাচাই করতে পারবে এবং নির্বাচন পরিচালনায় নজরদারি আরও জোরদার করা সম্ভব হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর