[email protected] বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে হামলার লক্ষ্য এরশাদ উল্লাহ ছিলেন না: সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ১১:৫৯ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও প্রার্থী এরশাদ উল্লাহসহ দুইজন আহত হয়েছেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সরকারি বার্তায় জানানো হয়, এই হামলার লক্ষ্য এরশাদ উল্লাহ ছিলেন না; একটি ভ্রান্ত গুলিতে তিনি আহত হয়েছেন।

বার্তায় আরও বলা হয়, প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে।

সরকার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি শান্ত ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে, যাতে আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য পরিবেশে সম্পন্ন হয়।

বার্তায় উল্লেখ করা হয়, সরকার অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে এবং সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর