[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাদ দেওয়ার কারণ জানালো সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ১:৪৪ এএম

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে প্রস্তাবিত সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টা ৫৩ মিনিটে প্রধান উপদেষ্টার দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি পোস্ট প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সারা দেশের ২৫০০ ক্লাস্টারে সমসংখ্যক সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সচিব কমিটির পর্যালোচনায় প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি চিহ্নিত হয়।

কমিটি মনে করে, সীমিত সংখ্যক শিক্ষক নিয়োগের ফলে এটি সার্বিকভাবে প্রাথমিক শিক্ষায় কার্যকর কোনো সুফল বয়ে আনবে না; বরং এতে বিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য সৃষ্টি হতে পারে। বর্তমানে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশেই এ ধরনের নিয়োগ বাস্তবায়ন সম্ভব নয়।

পোস্টে আরও বলা হয়, প্রস্তাবিত ক্লাস্টারভিত্তিক নিয়োগ বাস্তবায়িত হলে একজন শিক্ষককে একসঙ্গে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হবে, যা বাস্তবে কার্যকর নয়।

তবে ভবিষ্যতে অর্থের সংস্থান হলে সব স্কুলে সংগীত ও শরীরচর্চা বিষয়ে আলাদা শিক্ষক নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে সচিব কমিটির সুপারিশে উল্লেখ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর