[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

৩০০ আসনেই প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ৯:৩২ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবগুলো ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। তিনি বলেন, “যারা নতুন রাজনীতি করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান, তারা এনসিপির সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রতিটি জেলায় সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি। এ মাসের মধ্যেই প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে বাংলাদেশের ৩০০ আসনেই আমরা অংশ নেব। অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের কাছ থেকে যে সাড়া ও ভালোবাসা পেয়েছি, নির্বাচনে তার প্রতিফল ঘটবে বলে আশা করি।”

দলীয় প্রতীক প্রসঙ্গে তিনি জানান, “জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকেই আমরা নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়ে আসছি। কিন্তু কমিশন শুরুতে এ বিষয়ে গড়িমসি করে। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর আমরা আমাদের পছন্দের ‘শাপলা কলি’ প্রতীকটি পেয়েছি।”

নাহিদ ইসলাম বলেন, এনসিপি বিশ্বাস করে দেশের রাজনীতিতে সততা, জনগণের অংশগ্রহণ ও নতুন নেতৃত্বের বিকাশ ঘটাতে পারলেই একটি দায়িত্বশীল ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর