পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের বেসিক সাবজেক্টের শিক্ষকদের জন্য মূল বেতনের ৭০ শতাংশ হারে প্রণোদনা ভাতা ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষর করেন।
এর ফলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগ— অ্যানাটমি, ফিজিওলজি ও ফার্মাকোলজি–এর স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষকরা এই সুবিধা পাবেন।
একইসঙ্গে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিক্যাল এডুকেশন (সিএমই) এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানে ১০টি বিষয়ে পাঠদানরত শিক্ষকদেরও প্রণোদনা দেওয়া হবে।
বেসিক ৮টি বিষয় হলো— অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি। এছাড়া আরও দুটি বিষয়ের শিক্ষকরাও প্রণোদনার আওতায় আসবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূরীকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের ২৫ সেপ্টেম্বরের অনুমোদনের ভিত্তিতে মূল বেতনের ৭০ শতাংশ হারে নন-প্র্যাকটিসিং ভাতা হিসেবে শর্তসাপেক্ষ মাসিক প্রণোদনা প্রদান করা হলো।”
তবে এ সুবিধা পেতে শিক্ষকদের নন-প্র্যাকটিসিং ঘোষণা (ডিক্লারেশন) জমা দিতে হবে। কোনো শিক্ষক প্র্যাকটিসে যুক্ত থাকলে বা ঘোষণাপত্র না দিলে তিনি এ সুবিধা থেকে বঞ্চিত হবেন।
চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই এই প্রণোদনা কার্যকর হবে। শর্ত অনুযায়ী, সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং ৯ম জাতীয় বেতনস্কেলের ভিত্তিতে প্রণোদনার হার অপরিবর্তিত থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ সংক্রান্ত ব্যয়ে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
এসআর
মন্তব্য করুন: