[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ১:৫৮ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি কোনো ধরনের অবৈধ সুবিধা দেওয়া হলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, নির্বাচনী অনিয়ম বা অবহেলা রোধে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। কারও দায়িত্বে গাফিলতি বা অনৈতিক কর্মকাণ্ড প্রমাণিত হলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে—আগের মতো শুধু সাধারণ ডায়েরি করে রাখা হবে না।

উপদেষ্টা আরও বলেন, পুলিশের প্রতি আমার নির্দেশনা স্পষ্ট—নির্বাচন হতে হবে মুক্ত, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর। কোনো পুলিশ সদস্য যদি অনৈতিক কাজে জড়িত হয়, তাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর