পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে।
এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী ৫ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
সোমবার (৩ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমবে, তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। এদিন বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে, আর ঢাকা বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার (৫ নভেম্বর) থেকে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়বে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। তখন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পর্যন্ত দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর শুক্রবার (৭ নভেম্বর) থেকে সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে,
“আগামী পাঁচ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে পারে।”
এসআর
মন্তব্য করুন: