“দেশ কি পলাতক হাসিনার আমলাই চালাবে? জুলাই গণহত্যাকারী আমলাদের কি বিচার হবে না? এমন প্রশ্ন তুলেছে নাগরিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম জুলাই মঞ্চ।
রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি ৪৪ জন সচিব ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটের গ্রেফতার ও বিচারের দাবি জানায়।
সংগঠনের আহ্বায়ক আরিফুর ইসলাম তালুকদার বলেন,
আমলাতন্ত্রের মধ্যে এখনো এমন এক ফ্যাসিস্ট চক্র সক্রিয়, যারা জনগণের সরকার নয়— বরং এক ব্যক্তি ও তার গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। জুলাই মাসে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত ওই ৪৪ সচিব ও ৯৫ ম্যাজিস্ট্রেটকে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন,
বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে গড়ে উঠেছে একটি কালো তালিকাভুক্ত ফ্যাসিস্ট চক্র, যারা প্রশাসনিক পদে থেকে শিক্ষাঙ্গনকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে। আগামী নির্বাচন কি হাসিনার নিয়ন্ত্রণে হবে, নাকি জনগণের হাতে রাষ্ট্র ফিরবে— এ প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ বিন সিদ্দিক তালুকদার, এবং জুলাই মঞ্চের সদস্য তন্ময় আহমেদ ও মাহিন আহমেদ।
মঞ্জুর হোসেন ঈসা বলেন,
প্রশাসনের নিরপেক্ষতা ব্যাহত হলে গণতন্ত্র টেকে না। শিক্ষা খাতকে মুক্ত করতে হলে এই আমলাচক্রের জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
বক্তারা বলেন, জনগণের জানমাল রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমলাতান্ত্রিক দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা “জুলাই গণহত্যা ও প্রশাসনিক অন্যায়ের শিকারদের সাক্ষ্যভিত্তিক গণবিচার আন্দোলন” শুরু করার ঘোষণা দেন।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশের গনতান্ত্রিক পুনর্জাগরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
এসআর
মন্তব্য করুন: