[email protected] সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৭৬ লাখ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ৭:০৫ পিএম

সংগৃহীত ছবি

তৃতীয় ধাপের হালনাগাদের পর দেশে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন, এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

ইসি সচিব বলেন,

“দাবি-আপত্তি প্রক্রিয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চলতি হালনাগাদে নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এই তালিকা অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দাবি-আপত্তি প্রক্রিয়া শুধুমাত্র নতুন যুক্ত ভোটারদের জন্য প্রযোজ্য, পূর্বে থাকা ভোটারদের ক্ষেত্রে নয়।”

তিনি আরও জানান, চলতি মাসের ১৮ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর