বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রোববার (২ নভেম্বর) প্রস্তাব পাঠানোর পর আশা করা হচ্ছে, আজ (রোববার) বা আগামীকাল (সোমবার) বেতনের সরকারি আদেশ (জিও) জারি হতে পারে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে জানা গেছে, জিও জারি হওয়ার পর তা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হবে। এরপর শিক্ষক-কর্মচারীরা আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে অক্টোবর মাসের বেতন তুলতে পারবেন। কোনো কারণে সেদিন টাকা উত্তোলন না করা গেলে বুধবার (৫ নভেম্বর) বেতন-ভাতা তোলা যাবে।
সূত্র জানায়, প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধানেরা শিক্ষক-কর্মচারীদের বেতনের বিল অনলাইনে দাখিল করেন। এরপর তা যাচাই-বাছাই শেষে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরই বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নিয়মিত ও স্বচ্ছ বেতন প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ এখন আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে।
এসআর
মন্তব্য করুন: