[email protected] সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

নৌকা উপহার পেলেন সড়ক উপদেষ্টা, কী করবেন জানতে চাইলেন জনমত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫ ৩:১৫ পিএম

সংগৃহীত ছবি

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি একটি প্রতীকী ‘নৌকা’ উপহার দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে।

 বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

রোববার (২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে উপহারটি নিয়ে জনমত জানতে চান ফাওজুল কবির খান।

তিনি লিখেছেন, “গত (১ নভেম্বর) সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নে প্রধান অতিথি হিসেবে যোগ দিই। সেখানে আমাকে পালতোলা মাঝিসহ একটি নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি উপহারটি গ্রহণ করি। উপহারটিতে আলজেরিয়া দূতাবাসের নাম লেখা আছে। লক্ষ্য করুন, এর সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো সম্পর্ক নেই।”

এরপর তিনি উপহারটি কীভাবে ব্যবহারের বিষয়ে চারটি সম্ভাব্য বিকল্প তুলে ধরেন—
১. এটি আলজেরিয়া দূতাবাসে ফেরত পাঠানো;
২. সরকারি তোশাখানায় জমা দেওয়া;
৩. শৈলান প্রবীণ নিবাসে রাখা;
৪. অথবা নিজে রেখে দেওয়া।

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, “পাঠকদের পরামর্শ পেলে উপকৃত হব।”

উপদেষ্টার এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নানা মত ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে সৌজন্য উপহার হিসেবে বিষয়টি গ্রহণযোগ্য বলেছেন, আবার কেউ কেউ সরকারি কর্মকর্তা হিসেবে তার অবস্থান বিবেচনা করে সাবধানতার পরামর্শ দিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর