রাজউকের প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলার এক আসামি, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম আদালতে আত্মসমর্পণ করেছেন।
এতে মামলার বিচারকাজে কিছুটা বিলম্বের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন সংশ্লিষ্টরা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৯ অক্টোবর তিনি আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি জানান, আসামি আত্মসমর্পণ করায় আইনি প্রক্রিয়া অনুযায়ী তিনি সাক্ষীকে পুনরায় জিজ্ঞাসাবাদ (রিকল) করার সুযোগ পাবেন। এ কারণে বিচারকাজ কিছুটা বিলম্বিত হতে পারে, তবে তা প্রক্রিয়ার অংশ।
ফৌজদারি কার্যবিধির ৫৪০ ধারা অনুযায়ী, আদালত ন্যায়ের স্বার্থে যেকোনো পর্যায়ে সাক্ষীকে পুনরায় হাজির করে জিজ্ঞাসাবাদ করতে পারেন।
এসআর
মন্তব্য করুন: