[email protected] রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২

জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই: প্রেস সচিব


প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ৪:১০ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

তিনি বলেন, গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যেকোনো সিদ্ধান্তই হোক না কেন, নির্ধারিত সময়ের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েজুলাই কন্যা ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান ও মতামত প্রকাশ করছে, তবে আমরা এসবকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা যা মনে করবেন দেশের জন্য উত্তম, তাই করবেন।”

তিনি আরও উল্লেখ করেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে নারী-পুরুষ সমানভাবে রাজপথে ছিল। এখন আর নারীরা পিছিয়ে নেই, তারা সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।

এ ছাড়া তিনি জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার মামলার বিচারের তারিখ ঘোষণা করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর