নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’।
এ বিষয়ে সংশোধিত গেজেট প্রকাশ করেছে ইসি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতীকের তালিকা হালনাগাদ ও সম্প্রসারণের অংশ হিসেবে ‘শাপলা কলি’কে নতুন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের সময় প্রতীক হিসেবে এটি বেছে নেওয়ার সুযোগ পাবে।
এসআর
মন্তব্য করুন: