[email protected] বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

নভেম্বরে নতুন পোশাকে মাঠে নামবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ৭:৫৬ পিএম

সংগৃহীত ছবি

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ পুলিশ সদস্যরাও দীর্ঘদিনের পুরোনো ইউনিফর্ম বদলের দাবি জানান।

সেই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতেই বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক নতুনভাবে নকশা ও রঙে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

সরকারি সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরে পুলিশ সদস্যরা নতুন পোশাক পরতে শুরু করবেন।

নতুন ইউনিফর্মে পুলিশের পোশাক হবে লোহার (Iron Gray) রঙের, র‍্যাবের জলপাই (Olive Green) রঙের, আর আনসারের পোশাক হবে সোনালি গমের (Golden Wheat) রঙের।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় কর্মরত সদস্যরা নতুন পোশাক পাবেন। পরবর্তী ধাপে জেলা ও থানা পর্যায়ের সদস্যদের মধ্যেও তা বিতরণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র জানায়, নির্বাচনের আগেই সব বাহিনীর সদস্যদের নতুন পোশাকে দেখা যাবে—এমন লক্ষ্য নিয়েই কাজ চলছে। পোশাকের রং, কাপড় ও আনুষ্ঠানিক ব্যবহারবিধি ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ নভেম্বরের মধ্যে নতুন পোশাক পরা শুরু হবে। ওই দিন থেকেই ডিএমপিসহ দেশের বিভিন্ন মেট্রোপলিটন ইউনিটে নতুন ইউনিফর্মে পুলিশ সদস্যদের দেখা যাবে।

অন্তর্বর্তী সরকার মনে করছে, নতুন পোশাকের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বদলাবে এবং জনগণের কাছে বাহিনীর প্রতি আস্থা আরও দৃঢ় হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর