[email protected] বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় ডিসি–এসপি–ইউএনওদের পদায়ন নয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ৭:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

নির্বাচনের পরিবেশ নিরপেক্ষ ও সুষ্ঠু রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের পদায়নে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে এ সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়গুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, কোনো কর্মকর্তা নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় দায়িত্ব পালন করতে পারবেন না। এছাড়া মাঠ প্রশাসনের এমন কেউ—যেমন ডিসি, এডিসি, ইউএনও বা বিচারিক কর্মকর্তারা—যারা গত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের এবার নির্বাচনি দায়িত্বে রাখা হবে না। এমনকি পূর্বে ন্যূনতম সংশ্লিষ্টতাও থাকলে তাঁকেও বাদ দেওয়া হবে।

প্রেস সচিব আরও বলেন, “পদায়নের ক্ষেত্রে কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা, পেশাগত দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে অনিয়ম বা পক্ষপাতিত্বের কোনো প্রতিবেদন রয়েছে কি না—এসব বিষয়ও গভীরভাবে যাচাই করা হবে।”

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছাড়াও প্রশাসন, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকার বলছে, এসব পদক্ষেপের লক্ষ্য একটাই—আসন্ন জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করে তোলা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর