[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

‘মন্থা’ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি: কোথায় আছে ঘূর্ণিঝড়টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ৫:৩০ পিএম

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ নিয়ে ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এবং এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

দুপুর ১২টার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মন্থা’ ছিল—

  • চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে,
  • কক্সবাজার থেকে ১,২৩0 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে,
  • মোংলা থেকে ১,১০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে,
  • এবং পায়রা থেকে ১,১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যা অথবা রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বেগে বইছে।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশে সাগর অত্যন্ত বিক্ষুব্ধ রয়েছে বলে জানানো হয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
তাদের গভীর সাগরে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার পর ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর