[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ৫:০৯ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিষয়টি সোমবার (২৭ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন–১ শাখা থেকে স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট ও জরুরি অবতরণ উভয়ের ক্ষেত্রেই ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর বাংলাদেশ বিমানসহ কয়েকটি এয়ারলাইন আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতিও নিচ্ছিল। তবে আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই ‘আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের’ নির্দেশ আসে মন্ত্রণালয় থেকে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনাল ও অন্যান্য অবকাঠামোগত কাজ এখনো সম্পূর্ণ না হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করা যাচ্ছে না।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের প্রাথমিক উন্নয়নকাজ সম্পন্ন হয়। পরে ২০১৫ সালে আন্তর্জাতিক মানে উন্নীত করার নতুন ধাপ যুক্ত হয়।

২০২১ সালে প্রকল্পের নতুন পর্যায় শুরু করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রকল্পের আওতায় বিমানবন্দরের রানওয়ে ৬,৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯,০০০ ফুট করা হয়েছে। সম্পূর্ণ প্রকল্প শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বর।

তবে প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবনের নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। বেবিচক জানিয়েছে, অবকাঠামো ও নিরাপত্তা মানসম্পন্নতার সব শর্ত পূরণের পরই আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হবে।

সূত্র জানায়, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরও এখন পর্যন্ত কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখায়নি।

এয়ারলাইন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, চট্টগ্রাম ও সিলেট থেকে ইতোমধ্যে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যগামী ফ্লাইট চালু থাকায় কক্সবাজার রুটকে আপাতত অলাভজনক মনে করছে সংস্থাগুলো।

পর্যটননির্ভর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ফ্লাইটে অন্তর্ভুক্ত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা। তবে টার্মিনালসহ অন্যান্য অবকাঠামোগত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক যাত্রা শুরু পিছিয়ে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর