[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

আগামী নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা চূড়ান্ত করল ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ৩:২৯ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সর্বশেষ হিসাব অনুযায়ী মোট ভোটকেন্দ্র থাকছে ৪২ হাজার ৭৬১টি

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “আমরা আজ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। দেশের ৬৪ জেলার ৩০০টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি নির্ধারণ করা হয়েছে।”

তিনি আরও জানান, এসব ভোটকেন্দ্রে পুরুষদের জন্য ভোটকক্ষ থাকছে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি

সচিব জানান, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটার ভোট দেবেন। এটি ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে বিবেচনা করা হয়েছে, প্রয়োজনে পরবর্তীতে সংখ্যা সামঞ্জস্য করা হবে।

ইসির তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি, যা দ্বাদশ সংসদ নির্বাচনের ৪২ হাজার ১৪৮টির তুলনায় সামান্য বেশি। তবে এবার মোট ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে। গত নির্বাচনে ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি, আর এবার কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টিতে।

সারসংক্ষেপে:

  • ভোটকেন্দ্র: ৪২,৭৬১টি
  • ভোটকক্ষ: ২,৪৪,৬৪৯টি
  • অস্থায়ী কেন্দ্র: ১৪টি
  • প্রতিটি ভোটকক্ষে গড়ে ভোটার: প্রায় ৩ হাজার

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর