দেশের নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)।
দলীয় প্রতীক হিসেবে দলটি পেয়েছে ‘হাতি’।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেয় নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১১২২/২০১৮–এর আদেশের প্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে (বিআরপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ৫৭, এবং প্রতীক হিসেবে ‘হাতি’ সংরক্ষিত হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয় বলেন,
“গণতন্ত্রের বিজয় হয়েছে। আমরা ন্যায়বিচার পেয়েছি। জনগণের কল্যাণে রাজনীতি করতে পারার সুযোগই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
নিবন্ধনের মাধ্যমে বাংলাদেশ রিপাবলিকান পার্টি এখন আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল।
এসআর
মন্তব্য করুন: