[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

উপদেষ্টা পরিষদের সভা শেষ হবে নভেম্বরেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ৮:২২ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বর মাসে শেষ হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি জানান,

“সংস্কার কমিশন থেকে ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে ১৩টি প্রস্তাব বাস্তবায়ন করছে। আগামী নভেম্বরের মধ্যে কেবিনেটে সবকিছু চূড়ান্ত করার লক্ষ্য রাখছি।”

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মতে, কোন প্রস্তাবগুলো কেবিনেটে উঠতে পারে তার মধ্যে অন্যতম হলো সাংবাদিকতা সুরক্ষা আইন। তিনি বলেন,

“অনলাইন পোর্টালের জন্য নীতিমালা তৈরি করা হবে। যেসব পত্রিকা ছাপা হয় না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বেসরকারি টেলিভিশন শিল্প নিয়ে বলেন,

“বর্তমানে কোনো আইন নেই। টিভির লাইসেন্স অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে সংযুক্ত কোম্পানির মালিকদের দেওয়া হয়েছে। তারা বিদেশে বসে লাভের হিসাব করছে।”

ওটিটি এবং ডিজিটাল প্লাটফর্ম নিয়ন্ত্রণ বিষয়ে তিনি জানান,

“যদি কেউ কনটেন্ট তৈরি করে এবং তথ্য মন্ত্রণালয়ের আওতায় প্রকাশ করে, সেটি আমাদের দেখভালের আওতায়। আর ডিজিটাল প্লাটফর্মে প্রকাশিত হলে সেটা আইসিটি বিভাগের তত্ত্বাবধানে থাকবে। অনলাইন ও ইউটিউবে আয়জনিত কনটেন্টকেও নিয়ন্ত্রণের আওতায় আনা হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর