রাজধানীর বাংলামোটর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরিপ্রার্থীরা
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগের জন্য প্রণীত ‘বিশেষ বিধিমালা–২০২৫’ অনুমোদনে অযথা বিলম্ব করা হচ্ছে এবং যোগ্য প্রার্থীদের সুপারিশ তালিকা থেকে বঞ্চিত করা হচ্ছে। এসব দাবিতেই তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন চাকরিপ্রার্থীরা।
সে সময় তারা পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ এবং অধিযাচিত শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানান।
চাকরিপ্রার্থীরা দুই দফা দাবি তুলে ধরেছেন—
১️⃣ ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।
২️⃣ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেরিত অধিযাচিত শূন্য পদে দ্রুততম সময়ে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের সুপারিশ করতে হবে।
আন্দোলনকারীরা জানান, বারবার আশ্বাস দেওয়ার পরও নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও অবহেলার কারণে তারা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।
এসআর
মন্তব্য করুন: