[email protected] মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

জুলাই যোদ্ধাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ৭:৪৭ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের এলডি হলে জুলাই যোদ্ধাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) এ বৈঠকে উভয় পক্ষই জুলাই যোদ্ধাদের চিকিৎসা, আইনি সুরক্ষা ও পরিচয়পত্র প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও কোরবানি ঈদের পর থেকে তারা বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থাকে তারা “অত্যন্ত দুঃখজনক ও অমানবিক” বলে উল্লেখ করেন।

তারা আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা দেশের সব হাসপাতালে পাঠানোর দাবি জানান। একই সঙ্গে জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক যোদ্ধাকে নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করেন।

১৭ অক্টোবরের ঘটনার প্রসঙ্গ

জুলাই যোদ্ধারা বৈঠকে ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘটে যাওয়া ঘটনার বিষয়েও আলোচনা করেন। তারা বলেন,

“আমরা সেখানে কোনো প্রকার বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটাতে যাইনি; বরং ন্যায্য দাবিগুলো উপস্থাপন করতেই উপস্থিত হয়েছিলাম। কিন্তু কিছু বহিরাগত ব্যক্তি অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটায়।”

তারা জানান, ঘটনাটিতে জড়িত ২০–২৫ জন বহিরাগতকে ইতোমধ্যে চিহ্নিত করেছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তারা ক্ষমা প্রার্থনা করেন এবং সেদিন দায়ের হওয়া চারটি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা কামনা করেন।

কমিশনের প্রতিশ্রুতি

কমিশনের পক্ষ থেকে জানানো হয়,

“জুলাই যোদ্ধাদের উপস্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে। সমস্যাগুলো সমাধানে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করবে।”

বৈঠকে জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন—মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান ও নুসরাত জাহান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর