[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ২:০৬ এএম

সংগৃহীত ছবি

আগামী ১ নভেম্বর থেকে আবারও সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াতের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পহেলা নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা।

তবে সেখানে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ ৯ মাসের জন্য বন্ধ রাখা হয়। এর ফলে স্থবির হয়ে পড়ে দ্বীপের পর্যটন ব্যবসা, বন্ধ ছিল পর্যটকবাহী জাহাজ চলাচলও।

দীর্ঘদিন পর্যটকশূন্য থাকায় সেন্ট মার্টিন জেটিঘাটে নেমে আসে নীরবতা, বেকার সময় কাটাচ্ছেন জাহাজকর্মী ও সংশ্লিষ্ট শ্রমিকরা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, দ্বীপের নাজুক জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যেই এই বিরতি নেওয়া হয়েছিল। একই সঙ্গে সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণকেন্দ্রিক ও টেকসই পর্যটন কেন্দ্রে রূপ দিতে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর