[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ২১৯ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ১১:১৮ পিএম

সংগৃহীত ছবি

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (১৯ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে প্রকাশিত ফলাফলে মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পিএসসি সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর পর্যন্ত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ঢাকা মহানগরেই এ পরীক্ষার কেন্দ্র ছিল। এতে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী, যার মধ্যে অংশগ্রহণের হার ছিল প্রায় ৫৬ শতাংশ।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাবে। এছাড়া যুক্তিসঙ্গত কারণবশত কমিশন ফলাফল সংশোধনের অধিকার সংরক্ষণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে ৬৫৩টি শূন্যপদে প্রভাষক এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে আরও ৩০টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর