[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

সাবেক চিফ হুইপ হাসানাত আব্দুল্লাহর নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ৮:৩৩ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, আবুল হাসানাত আব্দুল্লাহ অবৈধভাবে ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার আইনসঙ্গত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণও পাওয়া গেছে।

দুদকের ভাষ্য অনুযায়ী, এসব অর্থ দুর্নীতি, ঘুষ ও অন্যান্য অপরাধমূলক উৎস থেকে অর্জিত হয়ে মানিলন্ডারিংয়ের মাধ্যমে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, সম্পদ বিবরণী ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তদন্ত সম্পন্ন হলে অভিযোগপত্র দাখিল করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর