[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

দেশে একাধিক অগ্নিকাণ্ডে সচিবালয়ে জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ৬:৩০ পিএম

সংগৃহীত ছবি

সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে পরপর সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সরকার।

এসব পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি।

রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ের নবনির্মিত ২০ তলা ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকের সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিমানবন্দর কার্গো ভিলেজ, শিল্প এলাকা ও অন্যান্য স্থানে অগ্নিকাণ্ডসহ নানা ধরনের দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে জাতীয় পর্যায়ে প্রস্তুতি ও প্রতিরোধ ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে এই বৈঠক আয়োজন করা হয়েছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাব মহাপরিচালক, বিজিবি মহাপরিচালক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।

বৈঠকে চলমান দুর্যোগ পরিস্থিতি, অগ্নিকাণ্ড প্রতিরোধে গৃহীত ব্যবস্থা, ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, শিল্প এলাকায় নিরাপত্তা প্রটোকল এবং জরুরি প্রতিক্রিয়া কাঠামো পুনর্বিন্যাসের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলমান রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর