[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা শিক্ষা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ৪:০৪ পিএম

সংগৃহীত ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে নির্ধারণের পর আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা ব্যক্ত করেন।

চৌধুরী রফিকুল আবরার বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে। বাড়িভাড়া সংক্রান্ত যে অগ্রগতি হয়েছে, সেটিও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আমরা মনে করি, শিক্ষক সমাজের আরও বেশি পাওয়ার অধিকার রয়েছে। তবে বর্তমান আর্থিক সীমাবদ্ধতার মধ্যে অর্থ মন্ত্রণালয় যে বরাদ্দ দিয়েছে, তা যথাসম্ভব ইতিবাচক পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরবেন। যেখানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেখানে দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকরা আবার পাঠদান শুরু করবেন—এই আবেদনই করছি তাদের কাছে।”

এদিকে, অর্থ মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে। এ আদেশ আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

তবে আন্দোলনরত শিক্ষকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তারা ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি পুনর্ব্যক্ত করে অনশনসহ সব ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর