[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

শাহজালাল বিমানবন্দরে আগুনে ফ্লাইট স্থগিত, ঢাকার ফ্লাইট যাচ্ছে চট্টগ্রাম ও কলকাতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ৪:৩১ পিএম

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে ঢাকামুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প রুটে চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে। অন্যদিকে, ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস–বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রামে, আর দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর ফ্লাইট নেমেছে কলকাতায়।

এছাড়া, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট এবং সৈয়দপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি বর্তমানে আকাশে চক্কর দিচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হয়েছে। কার্গো ভিলেজ এলাকার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ধাপে ধাপে স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু করা হবে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, আগুন লাগার স্থানটি মূলত কার্গো ভিলেজ এলাকা, যাত্রী টার্মিনালে এর সরাসরি প্রভাব পড়েনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর