[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক: কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ৪:০০ পিএম

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো সেকশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ৪টি ইউনিট কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো সেকশনের পাশের একটি অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফ্লাইট অপারেশন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি সবাইকে নিরাপদ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর