[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

“আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম” — প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ৬:৪৫ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন,

“জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এই সনদের ভিত্তিতেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

“পুরনো বিতর্ক নয়, সামনে এগিয়ে যাওয়াই লক্ষ্য”

ড. ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের পর জাতি এখন পুরনো ও অপ্রয়োজনীয় বিতর্কের বাইরে গিয়ে নতুন ধারণা ও দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে।

“এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের সংস্কার এবং সরকার পরিচালনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাঠামোগত বিষয়। এই সনদের ভেতরে এসেছে বহু নতুন ধারণা, যা দেশের জন্য যুগান্তকারী হবে,”— বলেন তিনি।

তিনি আরও যোগ করেন,

“এই পরিবর্তন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তেও আলোচনার বিষয় হবে। এই সনদই আমাদের ভবিষ্যতের দিকনির্দেশনা।”

রাজনৈতিক দল ও তরুণদের প্রশংসা

জুলাই সনদ প্রণয়ন ও স্বাক্ষরে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,

“দেশ গঠনের দায়িত্ব আগামী সরকার নেবে, আর এর প্রস্তুতিই এই জুলাই সনদ। এই ঐকমত্য বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।”

গণঅভ্যুত্থানে তরুণদের ভূমিকা স্মরণ করে তিনি বলেন,

“তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে, তারাই দেশকে নেতৃত্ব দেবে। ১৮ কোটি মানুষের মধ্যে অর্ধেকই ২৭ বছরের নিচে—এরা-ই আমাদের সবচেয়ে বড় সম্পদ।”

“বাংলাদেশের তরুণদের জন্য সুবর্ণ সুযোগ”

বিশ্বে তরুণদের ঘাটতির প্রসঙ্গ তুলে ড. ইউনূস বলেন,

“সারা দুনিয়া আজ আমাদের দিকে তাকিয়ে আছে—কখন আমরা তাদের তরুণদের সাহায্য করব। বহু দেশে এখন তরুণ প্রজন্ম প্রায় নেই। তাই এটাই আমাদের সুবর্ণ সুযোগ। তরুণদের শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীকে বদলে দেওয়ার সময় এসেছে।”

“নতুন পথরেখা উজ্জ্বল ভবিষ্যতের দিকে”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন,

“এই ঐকমত্য ও সনদের মাধ্যমে সৃষ্ট নতুন পথরেখা আমাদের দেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। একসঙ্গে এগিয়ে যাওয়ার এ মুহূর্তটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

এর আগে দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেও স্বাক্ষর করে সনদটি আনুষ্ঠানিকভাবে কার্যকর ঘোষণা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর