[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

রাজনৈতিক দলগুলো ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ৫:৫২ পিএম

সংগৃহীত ছবি

রাজনৈতিক দলগুলো ও জাতীয় ঐকমত্য কমিশন ‘অসম্ভবকে সম্ভব করেছে’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর এক ভাষণে তিনি বলেন,

“রাজনৈতিক দলগুলো ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। এটি সারা বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

আজ শুক্রবার বিকেল ৫টায় রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেন।

এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

উল্লেখ্য, বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বেশ কয়েকটি দল আগে থেকেই অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছিল।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আইনি ভিত্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর