[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ৪:৫৯ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান।

এর আগে মঞ্চে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

শুক্রবার বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা হয়। স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় সংস্কারের ধারাবাহিকতায় এই সনদকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার পর সরকার সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ—এই ছয়টি ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে পৃথক কমিশন গঠন করে।

জাতীয় ঐকমত্য কমিশন এই কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বে আলোচনা করে। প্রথম পর্বে ৩৩টি এবং দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত চলা এ আলোচনা শেষে মোট ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য গঠিত হয়, যা আজকের জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর