[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুরে উত্তপ্ত মানিক মিয়া অ্যাভিনিউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ ৪:৫০ পিএম

ফাইল ছবি

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংসদ ভবন এলাকা ও আশপাশে।

শুক্রবার বেলা সোয়া ১টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের সরিয়ে দিলে তারা ক্ষুব্ধ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের গাড়ি, ট্রাক ও কয়েকটি বাসে ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

পুলিশের ধাওয়া দিলে আন্দোলনকারীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে সংসদের দক্ষিণ গেট সংলগ্ন সড়ক ও তাবু স্থাপিত কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেয় তারা।

দুপুর ২টা ১০ মিনিটের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে সংসদ ভবন ও আশপাশের এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। রাস্তা দিয়ে ধীরে ধীরে যান চলাচলও শুরু হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংসদ ভবন এলাকা ও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের আশপাশে তল্লাশি চালান।

পাশাপাশি খামারবাড়ি সড়কেও পুলিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সেখানে বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে।

এর আগে সকাল ১০টার দিকে বিভিন্ন দাবিতে ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যানারে কয়েকজন ব্যক্তি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর