রাজধানী ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদেরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় আরও আওয়ামী লীগের আট নেতাকর্মীকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন,
“রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত কাদেরসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
উত্তরায় WINDY গ্রুপের ভল্ট থেকে কোটি টাকার চুরি, গ্রেপ্তার ২
এদিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অবস্থিত WINDY গ্রুপের কর্পোরেট অফিসের ভল্ট থেকে এক কোটি টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাশেদ নিজাম (৩৭) ও মো. সাইদুর রহমান (৪৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৯৫ নম্বর বাসায় অবস্থিত WINDY গ্রুপের কর্পোরেট অফিসে গত ৩ অক্টোবর সন্ধ্যা ৬টা ৫ মিনিট থেকে ৪ অক্টোবর সকাল ৭টা ৪৬ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে।
অফিসের ফাইন্যান্স বিভাগের ডেপুটি ম্যানেজার মো. রাশেদ নিজাম নিজেই অফিসের ভল্ট খুলে লকার থেকে এক কোটি টাকা চুরি করে পালিয়ে যান।
ঘটনার পর প্রতিষ্ঠানটির ডিজিএম (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মো. হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় ১৪ অক্টোবর পল্লবী থানার ব্লক-বি, রোড নং ৯-এর ১৫২ নম্বর বাসা থেকে মূল আসামি রাশেদ নিজামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার লাগেজ থেকে ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যে ভিত্তিতে সহযোগী সাইদুর রহমানকে সাভার থানার ব্যাংক কলোনি এলাকার বি/৪২ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে আরও ২৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
মোট ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজনই চুরির ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
এসআর
মন্তব্য করুন: