আদেশ জারি ও আইনি ভিত্তি নিশ্চিত না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘আইনিভিত্তি ও বাস্তবায়ন আদেশের নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করলে সেটি মূল্যহীন হবে। পরবর্তী সরকার এলে সনদটির বৈধতা ও টেক্সট নিয়ে অনিশ্চয়তা থেকে যাবে। তাই এসব নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেব না।’
তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষরের আগে এর বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং সেই আদেশের খসড়ায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য থাকতে হবে। নাহিদের ভাষায়, ‘ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থনের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই আদেশটি প্রেসিডেন্ট নয়, সরকারের পক্ষ থেকে তিনিই জারি করবেন।’
এনসিপি আহ্বায়ক জানান, জুলাই সনদে প্রস্তাবিত ৮৪টি সংস্কার একসঙ্গে গণভোটে তোলা হবে। গণভোটে জনগণ সনদের পক্ষে রায় দিলে পরবর্তী সংসদ সংবিধান সংস্কারের ক্ষমতা পাবে।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এখনো স্পষ্ট নই, এই প্রস্তাবগুলোর প্রকৃত সংশোধনী কী হবে। সনদের আইনি ভিত্তি ও মূল টেক্সট আমাদের না দেখানো পর্যন্ত স্বাক্ষরের সিদ্ধান্ত থেকে আমরা বিরত থাকব।
এসআর
মন্তব্য করুন: