বন্দরনগরী চট্টগ্রামসহ চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
এদের মধ্যে দুই জেলার ডিসির রদবদল করা হয়েছে, আর দুই জেলায় নতুন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন জেলা প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলো— চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী।
বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনীর ডিসি মো. সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে প্রত্যাহার করে সেখানে নওগাঁর ডিসি মো. আব্দুল আউয়ালকে বদলির আদেশ দেওয়া হয়েছিল। তবে নানা বিতর্কের পর সর্বশেষ প্রজ্ঞাপনে সেই আদেশ বাতিল করা হয়েছে। ফলে আব্দুল আউয়াল নওগাঁতেই বহাল থাকছেন।
অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফসানা বিলকিসকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হক ফেনীর নতুন ডিসি হিসেবে দায়িত্ব পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লিখিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন/বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সম্প্রতি পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন এমন ডিসিদের শিগগিরই জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে। ফলে আরও কয়েকটি জেলায় নতুন ডিসি নিয়োগের প্রস্তুতি চলছে।
এসআর
মন্তব্য করুন: