জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৮ অক্টোবরের মধ্যে তাদের দলীয় প্রতীক নির্ধারণ না করলে নির্বাচন কমিশন (ইসি) নিজ উদ্যোগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“নির্বাচন কমিশনের বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে তা সরাসরি দেওয়ার সুযোগ নেই। যদি ১৮ অক্টোবরের মধ্যে তারা বিকল্প কোনো প্রতীক বেছে না নেয়, তাহলে ১৯ অক্টোবর থেকে ইসি নিজের সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক নির্ধারণ করবে।”
তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে কিনা, সে বিষয়ে এখনও কমিশনে কোনো প্রস্তাব উপস্থাপন করা হয়নি।
উল্লেখ্য, ‘শাপলা’ প্রতীক পাওয়ার দাবিতে এনসিপি শুরু থেকেই অনড় অবস্থান নিয়েছে। এ বিষয়ে তারা একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং লিখিত আবেদনও দিয়েছে। দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজন হলে রাজপথে আন্দোলন গড়ে তুলবেন এবং নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করবেন।
দুদক: শেখ হাসিনাসহ পলাতক দুর্নীতিবাজদের ফেরাতে উদ্যোগ
এদিকে, দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন।
তিনি বলেন,
“আওয়ামী লীগের শাসনামলে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বস্বান্ত করার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির তদন্ত দুদক নির্ভয়ে ও নিরপেক্ষভাবে চালিয়ে যাচ্ছে।”
দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বও গুরুত্বপূর্ণ।
“যারা দুর্নীতিতে জড়িত, তাদের মনোনয়ন না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি,”—যোগ করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: