[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ৫:২৮ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজার বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪’-এর রুল ১৬ অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করিল।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারি সূত্র জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পাওয়ার ফলে কক্সবাজারে এখন সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হলো, যা দেশের পর্যটন খাতে নতুন দিগন্ত খুলে দেবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর