[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ৩:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার।

রোববার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৫৪১(১) ধারা এবং The Prisons Act, 1894 (Act IX of 1894)-এর ৩(বি) ধারার ক্ষমতাবলে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এম ই এস বিল্ডিং নং-৫৪’-কে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

এর আগে শনিবার (১১ অক্টোবর) সেনা সদর জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদ এখনও নিখোঁজ রয়েছেন।

ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, তিনটি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে (অবসর-পূর্ব ছুটি) এবং ১৫ জন সক্রিয় কর্মরত কর্মকর্তা।

৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও কর্মরত কর্মকর্তাদের সেনাসদরে সংযুক্ত করা হয় এবং ৯ অক্টোবরের মধ্যে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকিরা সবাই নির্দেশনা অনুযায়ী উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর