[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১:২৬ পিএম

সংগৃহীত ছবি

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও সময় নির্ধারণে মতভেদ রয়েছে।

কেউ জাতীয় নির্বাচনের দিনেই গণভোট চায়, আবার কেউ নির্বাচনের আগেই আয়োজনের পক্ষে।

শেষ পর্যন্ত প্রস্তুতি, ব্যয় ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সরকারের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জুলাই সনদ স্বাক্ষরের পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনও অনানুষ্ঠানিকভাবে একই দিনে দুটি ভোট আয়োজনের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, একদিনে দুটি ভোট আয়োজন সময় ও ব্যয় সাশ্রয় করবে, তবে এতে নির্বাচন কমিশনের ওপর বাড়তি চাপ তৈরি হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভোটারদের বিভ্রান্তি দূর করতে ব্যাপক প্রচারণার প্রয়োজন হবে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য অব্যাহত। বিএনপি ও কয়েকটি দল নির্বাচনের দিনেই গণভোটের পক্ষে, আর জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচনের আগেই আয়োজনের দাবি জানিয়ে আসছে।

সূত্র জানায়, রাজনৈতিক বিভক্তি ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর