সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা।
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবিতে তারা রোববার (১২ অক্টোবর) থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ ব্যানারে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন। দাবি আদায়ে তারা আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে দেশব্যাপী কর্মবিরতিরও ঘোষণা দিয়েছেন।
জোটের তিন দফা দাবিগুলো হলো—
১ মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা প্রদান,
২️চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা,
৩ উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা সরকারের কাছে আমাদের যৌক্তিক দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন চাই। যদি মঙ্গলবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয়, তবে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।”
তিনি আরও বলেন, “সরকার যে ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে, তা আসলে এক ধরনের উপহাস। বর্তমান বাজারে এই অর্থে এক দিনের খরচও হয় না। তাই আমরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা চাই।”
এর আগে ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সম্মেলন আয়োজন করা হয়।
শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
এসআর
মন্তব্য করুন: