[email protected] শনিবার, ১১ অক্টোবর ২০২৫
২৬ আশ্বিন ১৪৩২

আন্তর্জাতিক অপরাধ মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ৬:১২ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর।

তবে, অভিযুক্তদের মধ্যে থাকা মেজর জেনারেল কবীর আহাম্মদকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া তিনটি মামলায় মোট ২৫ জন সেনা সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরে (অবসরের প্রাককালীন ছুটি) রয়েছেন একজন, এবং বর্তমানে কর্মরত আছেন ১৫ জন।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন,

“৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা মোট ১৬ জন কর্মকর্তাকে সেনাসদরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়। ৯ অক্টোবরের মধ্যে সবাইকে হাজির হতে বলা হয়েছিল। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন নির্ধারিত সময়ের মধ্যেই সাড়া দিয়েছেন এবং বর্তমানে তারা সেনাসদরের হেফাজতে রয়েছেন। তাদের পরিবার থেকে আলাদা রাখা হয়েছে।”

কবীর আহাম্মাদের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন,

“মেজর জেনারেল কবীর আহাম্মদ ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। তার অবস্থান শনাক্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর