রাজনৈতিক দলগুলোর প্রচলিত ব্যবস্থায় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কসমস সেন্টারে নির্বাচন পদ্ধতি বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি।
বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্রকে কার্যকর করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সংবিধানে যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা হতে পারে। শেষ পর্যন্ত জনগণই ঠিক করবে কোন ব্যবস্থা গ্রহণযোগ্য।’
আমীর খসরু বলেন, ‘গণতন্ত্রে একক দলের শাসনের স্থান নেই। ভিন্নমতকে সম্মান জানাতে হবে এবং সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সিস্টেম পরিবর্তন করা জরুরি।
এসআর
মন্তব্য করুন: