[email protected] শনিবার, ১১ অক্টোবর ২০২৫
২৬ আশ্বিন ১৪৩২

‘আইনের শাসন কাকে বলে—তা আগামী নির্বাচনে দেখাতে চাই’: সিইসি নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ২:১৪ পিএম

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আইনের শাসন কাকে বলে—তা আমরা আগামী নির্বাচনে দেখাতে চাই।”

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সব ধরনের ক্ষমতা দেওয়া হবে। তবে সেই ক্ষমতার অপব্যবহার বা দায়িত্ব পালনে অবহেলা অপরাধ হিসেবে গণ্য হবে, বলে সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন,

“প্রিজাইডিং অফিসাররা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।”

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনি কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন সিইসি নাসির উদ্দন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর